Wednesday, September 18, 2013

রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিভাগীয় ১৬ই সেপ্টেম্বরের মহাসমাবেশ আবারও প্রমাণ করেছে সবাই এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে

তাপদাহ উপেক্ষা করে খালেদার বক্তৃতা শুনেছে লাখ লাখ মানুষ :
‘রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি’ তা আবারও প্রমাণিত হলো। সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তৃতা শুনতে রাজশাহী অঞ্চলের লাখ লাখ মানুষ ঐতিহাসিক মাদরাসা মাঠে জমায়েত হয়েছিল। নগরবাসীরা বলছেন, রাজশাহীর ইতিহাসে গতকালের সমাবেশ ছিল সবচেয়ে বড় সমাবেশ। ‘হাসিনা হটাও দেশ বাঁচাও’ স্লোগানে স্লোগানে এ অঞ্চলের কয়েক লাখ জনতা বরণ করে নিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেতা খালেদা জিয়াকে। তাদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। গত কয়েক দিন থেকে সবাই উত্সুক ছিলেন নেত্রীর আন্দোলনমুখী বক্তৃতা শোনার জন্য। প্রচণ্ড খড়তাপ দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল যখন ঘড়ির কাঁটায় বিকাল ৪টা ৯ মিনিট, ঠিক তখন খালেদা জিয়া মঞ্চে ওঠেন। এ সময় জিয়া মোদের চেতনা-নেত্রী মোদের খালেদা জিয়া এই মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঐতিহাসিক মাদরাসা ময়দান আর আশপাশের এলাকা। মঞ্চে উঠেই খালেদা হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিনন্দন জানান।




রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিভাগীয় ১৬ই সেপ্টেম্বরের মহাসমাবেশ আবারও প্রমাণ করেছে সবাই এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে। ১৮ দল আয়োজিত এ জনসভায় সকাল ১০টা থেকে মাঠে জনস্রোত শুরু হয়। খালেদা জিয়ার বক্তব্য দেয়ার আগমুহূর্ত পর্যন্ত দলে দলে আসতে থাকে মানুষ। জনস্রোত জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে রাজশাহী মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লার নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা আসে। বাদ যায়নি শিশুরাও। যে যেখানে পেরেছে সেখান থেকেই দাঁড়িয়ে কিংবা বসে খালেদা জিয়ার বক্তৃতা শুনেছেন। খালেদা জিয়ার আন্দোলনমুখী বক্তৃতা শুনে রাজশাহী মহানগরীসহ ৮ জেলার নেতাকর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ উজ্জীবিত। তারা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত বলে নেতাকে হাত তুলে প্রতিশ্রুতি দিয়ে মাঠ ছেড়েছেন।

No comments:

Post a Comment

LATEST NEWS FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>