"১৯৯৬ সালে আওয়ামী
লীগ যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করে তখন তো তা সংবিধানে ছিল না। তাহলে আপনারা
কেন চেয়েছিলেন। সেদিন আমরা আপনাদের
দাবি মেনেছিলাম, আজ আমাদেরটা মানুন। সেদিন আপনারা
অন্যায় দাবি করে ১৭৩ দিন হরতাল করেছিলেন। সেদিন জাতীয়
পার্টি-জামায়াতও আপনাদের সঙ্গে ছিল। আজ আমাদের
জনদাবি মেনে নিন। আপনার সংবিধানের
দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন। সংবিধান
তো জনগণের জন্য। তত্ত্বাবধায়ক
এখন জনদাবি। এ দাবি জনগণের
স্বার্থেই মেনে নিতে হবে।"
-রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
No comments:
Post a Comment