Monday, September 16, 2013

রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


|| রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ||


"১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করে তখন তো তা সংবিধানে ছিল না তাহলে আপনারা কেন চেয়েছিলেন সেদিন আমরা আপনাদের দাবি মেনেছিলাম, আজ আমাদেরটা মানুন সেদিন আপনারা অন্যায় দাবি করে ১৭৩ দিন হরতাল করেছিলেন সেদিন জাতীয় পার্টি-জামায়াতও আপনাদের সঙ্গে ছিল আজ আমাদের জনদাবি মেনে নিন আপনার সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন সংবিধান তো জনগণের জন্য তত্ত্বাবধায়ক এখন জনদাবি দাবি জনগণের স্বার্থেই মেনে নিতে হবে"

                                -রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া

No comments:

Post a Comment

LATEST NEWS FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>