তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমরা অনেক আগে থেকেই এ ব্যাপারে আলোচনার কথা বলে আসছি। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। তারপরও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব এলে আমরা আলোচনা করতে রাজি আছি।
একদলীয় নির্বাচন মানে বাকশাল। এদেশে আর কোনোদিন বাকশাল কায়েম করতে দেওয়া হবে না। বর্তমান নির্বাচন কমিশন অপদার্থ ও মেরুদণ্ডহীন, এদের দিয়ে কোনো দিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নিজেই আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী চাইলে এখনো নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনা হতে পারে।"
- নরসিংদীর জনসভায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
No comments:
Post a Comment